হঠাৎ মুখোমুখি নান্নু-আশরাফুল
দুজনেই জাতীয় দলের সাবেক অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটে দুজনেরই দারুণ অবদান রয়েছে। বলা হচ্ছে মিনহাজুল আবেদীন নান্নু ও মোহাম্মদ আশরাফুলের কথা। সম্প্রতি একটি ইস্যুতে সাবেক দুই তারকা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তা নিয়ে এখন বেশ আলোচনা চলছে।
বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আশরাফুল বলেন, ‘নির্বাচক প্যানেল এমন হওয়া উচিত, তিন-চার বছরের জন্য দায়িত্ব পাবেন— এক বিশ্বকাপ থেকে আরেকটা বিশ্বকাপ পর্যন্ত। তাহলে ভিন্ন কিছু পাওয়া যায়, ভিন্ন ভাবনা আসবে। কিন্তু এক ব্যক্তি ১১ বছর একটি কাজ করলে একটা জায়গায় আটকে থাকে।’
জবাবে নান্নু এক চ্যানেলে বলেন, ‘আমাদের সবার জানা উচিত, প্রায় ৯-১২ বছর ধরে কাজ করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক। সে বলছে বিশ্বকাপ থেকে বিশ্বকাপ। কোন বিশ্বকাপ? বাংলাদেশ কি শুধু ওয়ানডে বিশ্বকাপ খেলবে, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, শুধু টেস্ট ক্রিকেট খেলবে? তাহলে কি ওয়ানডের জন্য একটা, টেস্টের জন্য একটা, টি-টোয়েন্টির জন্য একটা নির্বাচক কমিটি লাগবে? যে সব ক্রিকেটার দেশদ্রোহী, ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হয়, তাদের থেকে তো ভালো কোনো পরামর্শ আশা করা যায় না।’
পরে ফেসবুক লাইভে আশরাফুল বলেন, ‘আমি কারো নাম উল্লেখ করিনি। তবে তিনি যেভাবে আমাকে ‘দেশদ্রোহী’ বলেছেন এটা খুবই দুঃখজনক। আমি যদি খারাপ কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি শুধু দলকে ভালো অবস্থায় নেওয়ার জন্য কিছু কথা বলেছি। আমার অবস্থান বাংলাদেশ ক্রিকেটে কতটুকু তা আমি বলতে চাই না। আমি যে ভুল করেছি তা স্বীকার করেছি। এখন সবকিছু নতুন করে শুরু করেছি।’
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আপনি একটা পদে আছেন, ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো ছিল। নির্বাচক কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে, আমি তা নিয়ে কথা বলব। আশরাফুল বর্তমান খেলোয়াড়, সাবেক অধিনায়ক— আমি মনে করি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি।’