৭ বছর পর টি-টোয়েন্টিতে ফিরলেন বিজয়
লম্বা সময় পর টেস্ট দিয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ফিরেছেন এনামুল হক বিজয়। লাল বলের পর এবার দেশের হয়ে টি-টোয়েন্টির একাদশেও ফেরা হয়ে গেল তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে ফিরেছেন বিজয়।
এই ম্যাচ দিয়ে প্রায় সাত বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন বিজয়। সবশেষ এই ফরম্যাটে ২০১৫ সালে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। সেটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে।
এ ছাড়া একাদশে আছেন দুই পেসার— শরিফুল ইসলাম ও মুস্তাফির রহমান। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বিভাগ সামলাবেন সাকিব আল হাসান। তাঁকে সঙ্গ দিতে আছেন নাসুম আহমেদ। স্পিনে হাত ঘুরাতে পারেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ।
টেস্ট সিরিজের হতাশাকে পেছনে ফেলে এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডোমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দেরি হলেও মাঠে গড়াল ম্যাচটি। নির্ধারিত সময়ের সোয়া ১ ঘণ্টা পর টস হলো। ম্যাচ শুরুর সময় রাত ১টা ১০ মিনিট। ভেজা আউটফিল্ডের কারণে অনেকটা সময় নষ্ট হওয়ায় কমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। ম্যাচ হবে ১৬ ওভার। যার মধ্যে পাওয়ার প্লে ৫ ওভার।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।