বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
টাইটেল স্পন্সর ন্যাশনাল পলিমার
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ন্যাশনাল পলিমার। তাই পুরো সিরিজের নাম থাকছে ‘ন্যাশনাল পলিমার’ ক্রিকেট সিরিজ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘শুধু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পন্সর হিসেবে থাকছে ন্যাশনাল পলিমার। আর কো-স্পন্সর হচ্ছে জাতীয় দলের স্পন্সর রবি।’
অবশ্য এ সিরিজের পৃষ্ঠপোষকতার জন্য ন্যাশনাল পলিমার কত টাকা দেবে, তা প্রকাশ করেনি বিসিবি।
এ সফরে দক্ষিণ আফ্রিকা খেলবে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। প্রায় এক মাসের এ সফরে দক্ষিণ আফ্রিকা দল ঢাকায় আসবে ৩০ জুন।