স্কয়ার ড্রাইভ
স্কটল্যান্ডের প্রতিপক্ষরা সাবধান
এত কম সংগ্রহ নিয়ে, মাত্র ১৪২ রান করেও যে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়, স্কটিশ বোলাররা তা প্রমাণ করেছেন। ব্যাট হাতে তাঁদের খেলোয়াড়রা সফলতা পাননি। তবে বোলারদের নৈপুণ্যে আর চমৎকার ফিল্ডিংয়ে দারুণ লড়াই করেছে স্কটল্যান্ড। সংগ্রহ বড় করতে পারলে হয়তো জিততেও পারতো তারা।
স্কটল্যান্ডের পরের প্রতিপক্ষরা যে সহজে পার পাবে না এই ম্যাচেই তা প্রমাণিত। নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের সামনে স্কটিশ ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়তে পারেনি। তবে চাপের মধ্যেও তাদের দুজন দুটো অসাধারণ হাফ সেঞ্চুরি করেছেন।
মাত্র ১২ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর ম্যাট মাচান ও রিচি বেরিংটনের ৯৭ রানের দুর্দান্ত জুটিতে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠেছে স্কটল্যান্ড। দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে না পারলেও মাচানের ৭৯ বলে ৫৬ এবং বেরিংটনের ৮০ বলের ৫০ রানের ইনিংস দুটোকে খাটো করে দেখা যাবে না।
নিউজিল্যান্ডের বোলাররা ধারাবাহিকতা ধরে রেখেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের পর মঙ্গলবারও তারা ভালো বল করেছেন। বিশেষ করে এই বয়সেও ড্যানিয়েল ভেট্টরির নিয়ন্ত্রিত বোলিংকে অসাধারণ বলতে হবে।
জয়ের লক্ষ্যে পৌঁছাতে সাত উইকেট হারালেও কিউই ব্যাটসম্যানরা যে খারাপ ব্যাটিং করেছেন তা বলা যাবে না। স্বাগতিক ব্যাটসম্যানরা হাতখুলে খেলতে গিয়ে আউট হয়েছেন। স্কটিশদের নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংও কিউইদের ভুগিয়েছে।
এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে স্কটল্যান্ড ভালো করবে বলে আমার বিশ্বাস। তাদের সাফল্য কামনা করি।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।