‘চাপমুক্ত’ মুশফিকের অঘটনের স্বপ্ন
আফগানিস্তান যেন ‘পাহাড়সম’ চাপ হয়ে চেপে বসেছিল বাংলাদেশের ক্রিকেটারদের ওপর। এশিয়া কাপে হারের তিক্ত অভিজ্ঞতা, অস্ট্রেলিয়ায় এসে সবগুলো প্রস্তুতি ম্যাচে হার চাপ বাড়িয়ে দিয়েছিল অনেকখানি। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সব শঙ্কা-দুশ্চিন্তা উড়িয়ে দিয়েছেন সাকিব-মুশফিক-মাশরাফিরা। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে আফগানিস্তানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ‘চাপমুক্ত’ মুশফিকুর রহিম অন্যদের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন। এমনকি ফেভারিট অস্ট্রেলিয়াকে হারানোও যে অসম্ভব নয় সে কথাও দৃঢ়কণ্ঠে বললেন ম্যাচের সেরা খেলোয়াড়।
৫৬ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্ব মুশফিকের। সঙ্গে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স আর মাশরাফি-তাসকিন-রুবেলদের দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে হেসেখেলেই হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের আগে যে অনেক চাপ ছিল তা অস্বীকার করেননি মুশফিক। তবে একই সঙ্গে সবাইকে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ দল এখন অনেক পরিণত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘সব প্রেসার আমাদেরই ছিল। আমরা সেটা উপলব্ধি করেছি আর চেষ্টা করেছি শান্ত থেকে ভালো করার। কারণ সেই সব দিন আর নেই যে প্রেসার থাকলে আমরা খারাপ খেলব। আমরা চেষ্টা করেছি চাপের মধ্যে থেকেই যেন ভালো খেলতে পারি। সেটা করতেও পেরেছি।’
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বেশ ধীর। এনামুল হকের সঙ্গে ১৪.৩ ওভারে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়ে আউট হয়ে যান তামিম ইকবাল। এনামুল হকও লম্বা ইনিংস খেলতে পারেননি। তবে মুশফিক এটাকে ব্যর্থতা হিসেবে দেখছেন না। আগামীতে বাংলাদেশের টপ অর্ডার ভালো করবে এই আশা প্রকাশ করে বলেছেন, ‘ওপরের দিকে যারা ছিল, সবাই সেট হয়েই আউট হয়েছে। বিজয় (এনামুল), তামিম, সৌম্য, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) সবাই ২০-এর ঘরে রান করেছে। আশা করব তারা যেন বড় ইনিংস খেলতে পারে।’ তামিম অবশ্য আউট হয়েছেন ১৯ রান করে।
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। ২১ ফেব্রুয়ারি ব্রিসবেনে সবদিক দিয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়াকে হারানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মুশফিক। বরং আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘সবাই জানে যে তারা এই মুহূর্তে এক নম্বর দল। তারা যেভাবে খেলছে তাতে কাজটা সহজ না। কিন্তু এটা অসম্ভবও না। ওয়ানডে ক্রিকেটে যে কেউই জিততে পারে।’