আফগানিস্তান সিরিজ নিয়ে ভিন্ন পরিকল্পনা ভারতের
আগামী মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এই সিরিজের মাঝপথে ভারত সফর করার কথা আফগানদের। তবে সেই সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামের সিদ্ধান্ত বিসিসিআইয়ের। তাই আফগানিস্তান সিরিজ বাতিলের শঙ্কাও জেগেছিল।
আজ শুক্রবার (২৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বেশির ভাগ না থাকায় হয়তো দ্বিতীয় সারির দলকে খেলাতে পারে ভারত। সেক্ষেত্রে আইপিএলে ভালো করা তরুণ ক্রিকেটারদের সুযোগ মিলতে পারে।
নিয়মিত ক্রিকেটারদের বিশ্বকাপের মতো আসরের আগে পর্যাপ্ত বিশ্রাম দিতে চায় বিসিসিআই। কারণ সামনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তাই রোহিত শর্মা-বিরাট কোহলিদের মতো ক্রিকেটারদের না খেলানোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই, এমনটাই ধারণা করা হচ্ছে।
আগামী ২০ থেকে ৩০ জুন অনুষ্ঠিত হতে পারে এই সিরিজ। আর এই সল্প সময়ে হয়তো টি-টোয়েন্টি নয়তো ওয়ানডে সিরিজ খেলতে চায় ভারত। আর সেই দলে অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। যদিও সবকিছু নির্ধারণ করছে বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। এই ইস্যুতে এখনও নিজেদের পরিকল্পনার কথা জানায়নি বিসিসিআই।