ভারত বিশ্বকাপে থাকতে পারেন যে বাংলাদেশি আম্পায়ার
যুব, বড়দের বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ইভেন্টে প্রায়শই ডাক পড়ে না বাংলাদেশের আম্পায়ারদের। বলা যায়, এই দিক দিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা আক্ষেপ ছিল। অবশেষে সেই আক্ষেপ ফুরাতে যাচ্ছে। আসন্ন ভারত বিশ্বকাপেই থাকতে পারে বাংলাদেশের একাধিক আম্পায়ার।
নাদির শাহ’র পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির ইমার্জিং প্যানেলে জায়গা পেলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কথা ছিল প্রথমবার বিদেশের মাটিতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দুবাইয়ের মাটিতে আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালন করবেন তিনি। তবে সেই টেস্ট বাতিল হওয়ায় অপেক্ষা বাড়ল সৈকতের।
তবে অক্টোবরে দুবাইতে ট্রাই নেশনে দায়িত্ব পালন করতে দেখা যাবে, বাংলাদেশের সবচেয়ে এই অভিজ্ঞ আম্পায়ারকে। এখানে শেষ নয় অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আম্পারিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।
মঙ্গলবার (২৭ জুন) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে আশার বাণী শুনিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
বিশ্বকাপে আম্পায়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট সৈকত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছে এবং ভালো করছে। এটা যারা আম্পায়ারিংয়ে আসতে চায়, তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। গত এশিয়া কাপে আমাদের আম্পায়ারদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। সেই কারণেই এশিয়া কাপের ফাইনাল ও ভারত-পাকিস্তান ম্যাচে মাসুদুর রহমান মুকুলকে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গাজী সোহেলরা ভালো করেছে। তাই গত বছরের মতো আমরা আশা করছি, অন্তত দুজনকে ডাকা হবে।’
আইসিসির নিয়ম অনুযায়ী এলিট প্যানেলের ১২ আম্পায়ারের সাথে ইর্মাজিংয়ের ৪ আম্পায়রই দায়িত্ব পাবেন বিশ্বকাপে। সেই হিসেবে সৈকতের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। পাশাপাশি এবারের এশিয়া কাপেও দেখা যেতে পারে একাধিক বাংলাদেশি আম্পায়ারকে।