২০১১ বিশ্বকাপ জিততে যে কুসংস্কার মানতেন ধোনি
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর মাঠে গড়াতে আর বাকি ৯৯ দিন। ২০১১ সালের পর ফের ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপসূচি প্রকাশের দিনে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওঠে এসেছেন আলোচনায়।
গতকাল মঙ্গলবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে বিশ্বকাপসূচি প্রকাশের অনুষ্ঠানে ১২ বছর আগে বিশ্বকাপ জেতার জন্য সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ধোনি ঠিক কোন কোন অন্ধ বিশ্বাসের সাহায্য নিয়েছিলেন, সেই কথাই প্রকাশ্যে আনেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ।
ধোনির বিষয়ে তিনি বলেন, ‘২০১১ বিশ্বকাপের সময় আমরা দেখতাম ধোনি খিচুড়ি খেতেন। ম্যাচের পরও খিচুডি নিয়ে বসতেন ধোনি। প্রতিদিন খিচুড়ি খাওয়ার কারণ জানতে চাইলে ধোনি কিছু বলতেন না। তবে ফাইনাল জয়ের পর দেখি সেদিন আর খিচুড়ি খাচ্ছেন না ধোনি। তখনই বুঝে গিয়েছিলাম বিশ্বকাপ না জেতা পর্যন্ত কুসংস্কারের কারণেই খিচুড়ি খেতেন ধোনি।’
জানা যায়, ২০১১ বিশ্বকাপ জয়ের পরই কেন মাথা ন্যাড়া করেছিলেন ধোনি। সেই সময় বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে ফটোশুটে ধোনিকে দেখা যায় ন্যাড়া মাথায়। পরে জানা যায়, ধোনি পণ করেছিলেন বিশ্বকাপ জিতলে মাথা ন্যাড়া করবেন। নিজের স্বপ্ন পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই সব চুল কেটে ফেলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।