বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
ইতোমধ্যেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের তৈরিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপের মূল পর্বের সূচি প্রকাশ করলেও প্রস্তুতি ম্যাচগুলোর সূচি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। তবে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করল বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচের সূচি।
গতকাল শনিবার (১ জুলাই) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল।
বিশ্বকাপের গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের আসরের। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। বাংলাদেশ দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর, যেখানে বাছাইপর্ব খেলা আসা দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে ইংল্যান্ডকে। তাদের বিপক্ষে ২ অক্টোবর মাঠে নামবে তামিমের দল।
২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আয়োজন করার প্রসঙ্গে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আইসিসি ২০২৩ বিশ্বকাপের চারটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করব। এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে ক্রিকেটের প্রতি আমাদের আবেগ প্রদর্শনের সুযোগ পাওয়া একটি বড় অর্জন।’
গোহাটি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সূচি
২৯ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ২
৩০ সেপ্টেম্বর : ভারত বনাম ইংল্যান্ড
২ অক্টোবর : ইংল্যান্ড বনাম বাংলাদেশ
৩ অক্টোবর : আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার ২
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচি
৭ অক্টোবর : বাংলাদেশ-আফগানিস্তান, ধর্মশালা
১০ অক্টেবর : বাংলাদেশ-ইংল্যান্ড, ধর্মশালা
১৪ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড, চেন্নাই
১৯ অক্টোবর : বাংলাদেশ-ভারত, পুনে
২৪ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, মুম্বাই
২৮ অক্টোবর : বাংলাদেশ-বাছাইপর্বের প্রথম দল, কলকাতা
৩১ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান, কলকাতা
৬ নভেম্বর : বাংলাদেশ-বাছাইপর্বের দ্বিতীয় দল, দিল্লি
১২ নভেম্বর : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, পুনে