বিসিবির সঙ্গে যুক্ত হলেন আইসিসির সাবেক কিউরেটর
সদ্যই আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে সুখের ভেলায় ভাসছে বাংলাদেশ দল। চন্ডিকা হাতুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসার পর দলের রূপটাই বদলে গেছে। সবার মধ্যে কাজ করছে জয়ের উদ্যম। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তৈরি হচ্ছে দল, খেলছে আন্তর্জাতিক মানের ক্রিকেট।
দলটাকে আরেকটু এগিয়ে নিতে, পিচগুলোকে আরও মানসম্মত বানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছে নতুন কিউরেটর টনি হেমিংকে। আজ সোমবার (১৭ জুলাই) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বোর্ড।
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে আসা হেমিং আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সাবেক প্রধান কিউরেটর ছিলেন। পিচ কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন ওমান ক্রিকেট অ্যাকাডেমিতে।
ক্রিকেটের ঘাস-মাটির সঙ্গে দীর্ঘদিনের সখ্যতা হেমিংয়ের। আন্তর্জাতিক ক্রিকেট পিচ ও মাটিবিষয়ক উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক হেমিংয়ে কাজ করেছেন অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা স্টেডিয়ামে। শুধু ক্রিকেট নয়, ফুটবলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবে কাজ করা হেমিং ক্রিকেট পিচ ও মাটি তৈরি করার একজন শিক্ষকও বটে।