বিশ্বকাপের প্রোমোতে বাবরকে না রাখায় ক্ষেপেছেন শোয়েব
চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপকে সামনে রেখে গত ২০ জুলাই প্রোমো প্রকাশ করে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার করা দুই মিনিট ১২ সেকেন্ডের সেই ভিডিওতে বলিউড বাদশা শাহরুখ খানের কণ্ঠে তুলে ধরা হয় বিশ্বকাপের উন্মাদনা।
ভিডিওতে বিভিন্ন দেশের তারকাদের দেখা গেলেও অনুপস্থিত ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে না রাখায় রীতিমতো চটেছেন শোয়েব আক্তার। টুইট করে ক্ষোভ ঝেড়েছেন কর্তৃপক্ষের প্রতি।
নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে গতকাল শনিবার (২২ জুলাই) এই বিষয়ে টুইট করেন শোয়েব। সেখানে তিনি লিখেছেন, ‘যারা ভাবছে পাকিস্তান ও বাবর আজমের উপস্থিতি ছাড়া বিশ্বকাপের প্রোমো পরিপূর্ণ হয়েছে, তারা আসলে নিজেদেরকে হাস্যকররূপে উপস্থাপন করেছে।’
এটুকুতেই শেষ না করে নিচে টিপ্পনি কেটে শোয়েব লিখেছেন, ‘কাম অন, সময় এসেছে আরেকটু উন্নত হওয়ার।’ এর মাধ্যমে মূলত আয়োজক ভারতকে খোঁচা দিলেন শোয়েব।
৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। ক্রিকেটের সবচেয়ে আকাঙ্খিত লড়াই ভারত-পাকিস্তানের ম্যাচ। দুই দল একে অপরের মুখোমুখি হবে ১৫ অক্টোবর।