বিশ্বকাপের অনুশীলন নিয়ে যা ভাবছে বিসিবি
এশিয়া কাপকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের স্কিল ক্যাম্প। ৩২ জন খেলোয়াড়কে নিয়ে চলমান ক্যাম্পে খেলোয়াড়দের বিভিন্ন ফিটনেস টেস্ট করা চলছে। এশিয়া কাপকে সামনে রেখে আগামী ৮ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের চূড়ান্ত অনুশীলন ক্যাম্প।
এশিয়া কাপের পর শুরু হবে বিশ্বকাপের তোড়জোড়। ৫ অক্টোবর থেকে ভারতে বসবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উপমহাদেশের চেনা কন্ডিশনে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশের কাছে সবার প্রত্যাশা অনেক।
বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল চূড়ান্ত অনুশীলন করতে দেশের বাইরে যাবে কিনা, কিংবা তাদের নিয়ে কী ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেটি জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। আজ মঙ্গলবার (১ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান তিনি।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘যেহেতু এবারের বিশ্বকাপ উপমহাদেশে হবে, সেহেতু আমাদের পরিকল্পনা আছে দেশেই ক্যাম্প করার। সাধারণত ভিন্ন কন্ডিশনে বিশ্বকাপ হলে তখন আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে বাইরে যাই অনুশীলনে। এবারের বিশ্বকাপ উপমহাদেশের মাটিতে হওয়ায় আমাদের বাইরে যাওযার কোনো প্ল্যান এখন পর্যন্ত নেই। দেশেই অনুশীলন শেষে আইসিসির বেধে দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে আমাদের ক্রিকেটাররা আয়োজক দেশ ভারতে যাবে।’
৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে ৭ অক্টোবর, ধর্মশালা থেকে। প্রথম ম্যাচে সাকিব-তামিমদের প্রতিপক্ষ আফগানিস্তান।