দুপুরে বিসিবির জরুরি সভা, কে হচ্ছেন অধিনায়ক?
ওয়ানডে অধিনায়কের পদ থেকে তামিম ইকবাল সরে দাঁড়ানোয় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সভা শেষেই জানা যাবে কে হচ্ছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টায় শুরু হবে জরুরি সভা। এতে পরিচালকদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির পছন্দের তালিকায় সবার ওপরে সাকিব।
তবে কিছু বিষয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছে খোদ বিসিবিও। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে অধিনায়ক বাছাই করতে চায় বোর্ড। সেই হিসেবে সাকিব কতদিন পর্যন্ত খেলবেন, তা নিয়ে আছে সংশয়। মূলত এই কারণেই বিসিবির ভাবনায় বিকল্প কিছু।
গুঞ্জন আছে সাদা বল ও লাল বলের ক্রিকেটের জন্য আলাদা দুই অধিনায়ক বেছে নিতে পারে বোর্ড। এক্ষেত্রে সাকিব হতে পারেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক, টেস্টের নেতৃত্বে থাকবেন লিটন। তবে এক্ষেত্রে সাকিব-লিটনের কোনো শর্থ আছে কি না, সেটা এখনও পরিষ্কার নয়।
এদিকে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে অনুশীলন। তবে, এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ২০ থেকে ২২ জনের যে দল নিয়ে অনুশীলন শুরু হওয়ার কথা, সেটি এখনও ঘোষণা করতে পারেননি নির্বাচকরা। অধিনায়কের নামের পাশাপাশি আজই প্রাথমিক দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।