মনোবিদের কাছে সেশন করলেন বাংলাদেশি ক্রিকেটাররা
বাংলাদেশ ক্রিকেট দল এখন অন্য যে কোনো সময়ের চেয়ে এগিয়ে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসর। ৮ আগস্ট থেকে শুরু হয়েছে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প। চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হয়ে এসে দলের মধ্যে নিয়ে এসেছেন ইতিবাচকতা। অনুশীলনে সবাই পরিশ্রম করছে, নিজের সেরাটা বের করে আনতে কাজ করছে।
এই অবস্থা একদিনে তৈরি হয়নি। হাথুরুসিংহে সবার আগে নজর দিয়েছেন ক্রিকেটারদের মানসিক অবস্থার দিকে। কারণ, ক্রিকেট মাঠে আত্মবিশ্বাস ও শরীরী ভাষা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বড় ম্যাচের বড় মুহূর্তগুলোতে মনোসংযোগ ধরে রাখা খুব জরুরি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছে। নিয়মিত ফিটনেস ক্যাম্প, মাঠের অনুশীলন ছাড়াও খেলোয়াড়রা সেশন করছেন মনোবিদের সঙ্গে।
আজ সোমবার (১৪ আগস্ট) মিরপুর শেরেবাংলায় মনোবিদ ডা. ফিল জন্সির কাছে খেলার মাঠে ভালো করার বিষয়ে সেশন নিয়েছেন ক্রিকেটাররা। ডা. জন্সি বিসিবিতে পারফরম্যান্স সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। ক্রিকেটারদের খেলার মান উন্নয়নে মানসিকভাবে তাদের প্রস্তুত করার দায়িত্বটা তার ওপর।
মনোবিদের কাছে সেশন করার পাশাপাশি বিকালে ম্যাচের আবহে দুদলে ভাগ হয়ে ক্রিকেটাররা মাঠে অনুশীলন করেছে।