শ্রীলঙ্কার পরিবেশ তাড়াতাড়ি মানিয়ে নিতে পারলে ভালো করা সম্ভব : সাইফ
এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। এশিয়া কাপের মূল দলের অনুশীলনের পাশেই চলছে সাত-আটজন ক্রিকেটারকে নিয়ে গড়া আরেকটি দলের আলাদা অনুশীলন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিকল্প হিসেবে এদের রাখা হয়েছে। সেখানে আছেন তরুণ ক্রিকেটার সাইফ হাসান।
আজ সোমবার (২১ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হন সাইফ। কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। নিজেদের অনুশীলন নিয়ে সাইফ বলেন, ‘আমার মনে হয়, এটি ব্যাকআপ প্ল্যান। যারা স্ট্যান্ডবাইতে আছি এবং বিশ্বকাপের বিবেচনায় যারা আছে, তাদের জন্য আলাদা প্র্যাকটিস। যার যার যেখানে দুর্বলতা আছে, তা নিয়ে কাজ করা। যাতে পরবর্তীতে যদি বিশ্বকাপে সুযোগ আসে, যেন আগে থেকেই তৈরি থাকতে পারে খেলোয়াড়রা।’
বিশ্বকাপের আগে আরেকটি বড় আসর এশিয়া কাপ। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ৩১ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ। গত মাসে শ্রীলঙ্কাতে ইমার্জিং এশিয়া কাপ খেলেছিল বাংলাদেশ। সাইফ হাসানের নেতৃত্বে সেমি ফাইনালে ওঠে বাংলাদেশ। বড়দের এশিয়া কাপের আগে তার কাছে তাই সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল, সেখানকার পরিবেশ নিয়ে।
সাইফ বলেন, ‘ওখানকার কন্ডিশন আমাদের দেশের মতো অনেকটা। সাধারণত ব্যাটিং সহায়ক থাকে, তবে এবার আমরা যখন খেলেছি, বেশ টার্ন ছিল উইকেটে। আমার মনে হয়, আমরা যদি পরিবেশের সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি, আশা করি ভালো কিছু করা সম্ভব।’