অচেনা দলের কাছে হোঁচট খেল বার্সা
ফুটবলে হার-জিত থাকবেই। অঘটন বলে একটি শব্দ আছে, সেটিও প্রায় ঘটে থাকে। এবার সেই অঘটনের শিকার বার্সেলোনা। বেলজিয়ামের এক অচেনা দল অ্যান্টওয়ার্পের কাছে হেরেছে বার্সা। সেটিও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে পা রাখে কাতালানরা। তবে, সব ছাপিয়ে আলোচনায় অ্যান্টওয়ার্পের কাছে ৩-২ গোলের হার।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বার্সা মুখোমুখি হয় অ্যান্টওয়ার্পের। বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষে তাদের মাঠে খেলা। শক্তি-সামর্থ্যে বলুন আর কাগজে-কলমে, এগিয়ে ছিল জাভির শিষ্যরাই। গ্রুপ পর্বের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচের আগে পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছিল অ্যান্টওয়ার্প। ঘরের মাঠ বসুইলস্টেডিয়নের ১৬ হাজার দর্শকও হয়ত এসেছিল, বার্সার খেলার সৌন্দর্য উপভোগ করতে।
ভক্তরা ভাবতেও পারেননি, এমন রোমাঞ্চকর এক ম্যাচ দেখবেন। সঙ্গে জয়, তা তো আকাশকুসুম কল্পনা। সেই কল্পনাই সত্যি হলো। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বার্সাকে স্তব্ধ করে গোল পায় অ্যান্টওয়ার্প। দলের পক্ষে গোল করেন আর্থার। ৩৫ মিনিটে তোরেস বার্সার পক্ষে সমতা আনেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
রোমাঞ্চের ডালি সাজিয়ে বসে দ্বিতীয়ার্ধ। ম্যাচে বার্সার কাছে বলের দখল থাকলেও সুযোগ পেলেই আক্রমণে ওঠে অ্যান্টওয়ার্প। ৫৬ মিনিটে ভিনসেন্ট জ্যানসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি হলেও গোল হচ্ছিল না। শেষ দিকে জমে ওঠে ম্যাচ।
৯১ মিনিটে গোল করে বার্সাকে সমতায় ফেরান মার্ক গুয়ু। পরের মিনিটেই জর্জ ইলেনির গোল জয়ের আনন্দে ভাসায় অ্যান্টওয়ার্পকে। যে জয়ের প্রত্যাশা ম্যাচ শুরুর আগ মুহূর্তেও হয়তো করেনি স্বয়ং অ্যান্টওয়ার্পও।