বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় চারজনের তিনজনই ভারতের
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি। নিজেদের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ২০২৩ সালে সেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন দিয়েছে ক্রিকেটের তারা।
২০২৩ ছিল ওয়ানডে বিশ্বকাপের বছর। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও সেটিই বিবেচনায় রেখেছে। সেরা চারের তিনজনই ভারতীয় ক্রিকেটার। বাকি একজন নিউজিল্যান্ডের।
তবে অবাক করার বিষয় হলো, সুযোগ হয়নি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের কারোই। স্থান পাওয়া তিন ভারতীয় হলেন— বিরাট কোহলি, শুভমান গিল ও মোহাম্মদ শামি। অপরজন কিউই ব্যাটার ডেরিল মিচেল। এবারের ওয়ানডে বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই ছুটেছে রানের ফোয়ারা। চারজনের তিনজনই তাই ব্যাটার।
২০২৩ সালে কোহলি খেলেছেন ২৭টি ওয়ানডে। তার ব্যাট থেকে এসেছে এক হাজার ৩৭৭ রান। বল হাতে আছে একটি উইকেটও। ফিল্ডিংয়েও বরাবরের মতো অনবদ্য ছিলেন কোহলি। নিয়েছেন ১২টি ক্যাচ। আগামী দিনে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম কাণ্ডারি ভাবা হচ্ছে শুভমান গিলকে। তরুণ এই তারকা গত বছর খেলেছেন ২৯টি একদিনের ম্যাচ। রান করেছেন এক হাজার ৫৮৪। ফিল্ডিংয়ে ছাড়িয়ে গেছেন প্রায় সবাইকে। তালুবন্দি করেছেন ২৪টি ক্যাচ।
পারিবারিক ইস্যুতে গত বছরটা বেশ হতাশার কেটেছে ভারতীয় পেসার মোহাম্মদ শামির। তবে, মাঠে তিনি ছিলেন ভীষণ আগ্রাসী। ১৯ ম্যাচে নিয়েছেন ৪৩ উইকেট। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়ার রেকর্ডটা তার দখলে।
নিউজিল্যান্ডের অন্যতম চালিকাশক্তি ছিলেন ব্যাটার ডেরিল মিচেল। বছরজুড়েই হেসেছে তার ব্যাট। ইনফর্ম মিচেল গত বছর ২৬ ওয়ানডেতে করেছেন ১২০৪ রান। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। আর ক্যাচও নিয়েছেন ২২টি। বর্ষসেরা হওয়ার দৌড়ে তিন ভারতীয় সঙ্গে তাই ভালোভাবে এগিয়ে আছেন তিনি।