হাজার হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল হুমগুটি খেলা
হাজার হাজার মানুষের সুশৃঙ্খল অংশগ্রহণে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অনুষ্ঠিত হলো হুমগুটি খেলার ২৬৫তম আসর। আজ রোববার (১৪ জানুয়ারি) এই খেলা ঘিরে চারদিকে ছিল উৎসবের আমেজ।
ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আসেন উৎসাহী লোকজন। খেলা উপলক্ষে স্বামীর বাড়ি থেকে স্বামী ও তার পরিবারসহ বাপের বাড়ি নাইওর আসেন এলাকার বিবাহিত মেয়েরা। তাদের জন্য বাড়িতে চলে পিঠা ও পায়েস-পুলির উৎসব।
প্রতি বছরের ন্যায় এবারও পৌষ মাসের শেষ দিনে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বড়ই আটা এলাকায় অনুষ্ঠিত হয়েছে এই হুমগুটি খেলা। খেলা শুরুর আগেই খেলাস্থলের মাঠ পরিণত হয় জনসমুদ্রে। ৪০ কেজি ওজনের পিতলের তৈরি বলের মতো দেখতে একটি গুটি নিয়ে টানাটানিই হলো এ খেলার আসল সৌন্দর্য। প্রথমে এলাকাভিত্তিক আলাদা আলাদা দলে শত শত খেলোয়াড়ের অংশগ্রহণে চলে গুটি দখলের শক্তিমত্তার তীব্র লড়াই। হুরোহুড়ি টানাটানি কাড়াকাড়ি করে যে বা যারা এই গুটিটি গুম করে ফেলতে পারবে তারাই হয় বিজয়ী দল। আইনশৃঙ্খলা বাহিনীর দরকার না হলেও সুশৃখলভাবে ঘণ্টার পর ঘণ্টা চলে রেফারি বিহিন এই খেলা। এদিকে হুমগুটি খেলাকে ঘিরে বসেছিল গ্রামীণ মেলা। মেলায় শিশুদের খেলনা ও খাবারের দোকানেও ছিল উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে সপরিবারে আসে অনেকেই।