বহু প্রতীক্ষিত বিসিবির বোর্ড সভা আগামী সপ্তাহে
দীর্ঘদিন ধরেই হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। অথচ, বিসিবির হাতে এখন নানান এজেন্ডা। এসব নিয়ে আগামী সপ্তাহে বসতে পারে কাঙ্ক্ষিত বোর্ড সভা। এ সভার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা।
বিসিবির একটি সূত্রমতে, এই বোর্ড সভা হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি। সেদিনের আলোচনায় উঠে আসতে পারে বেশকিছু গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা, সাকিব-তামিম দ্বন্দ্বের তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে। সেসব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির বোর্ড সভায় আসবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ, সাকিব আল হাসান অধিনায়ক থাকবেন কি না, সেটিও ১২ ফেব্রুয়ারি জানা যাবে।
বিসিবি সংশ্লিষ্ট অনেকে ধারণা করছেন, এই সভার পর নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন মিনহাজুল আবেদীন নান্নু। কেবল নান্নু নয়, বদল আসতে পারে পুরো নির্বাচক প্যানেলে।
প্রায় ছয় মাস আগে সর্বশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল। এবারের সভা আরও একটি কারণে বিশেষ, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর এটিই হতে যাচ্ছে প্রথম বোর্ড সভা। এই সভার দিকে তাই চোখ সবার।