বাংলাদেশের কোচ হচ্ছেন রস টেলর?
নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রস টেলর। ব্যক্তিজীবনে যেমন তার রয়েছে সুনাম, খেলোয়াড় হিসেবেও তিনি কিংবদন্তিতুল্য। এবার বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সেই তালিকায় অবশ্য আছে সাবেক বাংলাদেশি কোচ স্টুয়ার্ট লয়ের নামও।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর বড় পরিবর্তন আসে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে। কেউ দায়িত্ব ছাড়েন, কাউকে ছাঁটাই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বেশ কিছু শূন্য পদে কোচ চেয়ে গত মাসে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। সেখানে আবেদন করেছেন কিউই তারকা রস টেলর। তার মতো একজন তারকার বাংলাদেশের কোচ হতে চাওয়ার আগ্রহ অবাক করার মতোই।
টেলর ও ল ছাড়া ব্যাটিং কোচ হতে আবেদন করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে শূন্য পদগুলোতে নিয়োগ চূড়ান্ত করার পরিকল্পনা করছে বিসিবি। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ইন্টারভিউ নেওয়া হবে নির্বাচিতদের। সেখান থেকেই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে খালি পদগুলোতে।