কোচদের চেয়ে বাংলাদেশে খেলোয়াড়ের সমস্যা বেশি : দুর্জয়
গত ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশে কোচিং প্যানেলে বড় একটা পরিবর্তন এসেছে। বিশ্বকাপে ভরাডুবির পর কেউ দায়িত্ব ছাড়েন, কাউকে ছাঁটাই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছু শূন্য পদে কোচ চেয়ে গত মাসে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। সেখানে আবেদন করেছেন দেশি-বিদেশি অনেকেই।
সেসব আবেদন থেকে শর্টলিস্টেড হওয়াদের ইন্টারভিউ ছিল গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)। তাদের ইন্টারভিউ নেওয়া শেষে গণমাধ্যমের মুখোমুখি হন কোচ বাছাই কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়।
দুর্জয় বলেন, ‘সবাই বলে যে আমাদের প্রতিভার কোনো কমতি নাই। আমরাও সেটা জানি। কিন্তু, মাঠে গিয়ে যদি তার প্রয়োগ ঘটাতে না পারি, তাহলে আসলে কোচদের দোষারোপ করে লাভ নেই। আমি মনে করি এতে কোচের চেয়ে খেলোয়াড়দের সমস্যা বেশি। তাদেরও তো আসতে হবে কোচের কাছে। কোচ তো সবাইকে একসঙ্গে দেখবে। খেলোয়াড়দের নিজেদের কোনো সমস্যা হলে তাদের উচিত কোচের কাছে আসা, কথা বলা ও সমস্যার সমাধান করা।’
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটার রস টেলর। তবে, সময়ের কিছু সীমাবদ্ধতায় আপাতত তাকে পাচ্ছে না বিসিবি। তালিকা থাকা আরেক হেভিওয়েট নাম স্টুয়ার্ট ল। বোলিং কোচের জন্য আবেদন করেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা শন টেইট। তাকেও বাংলাদেশ পাচ্ছে না শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়ে যাওয়ায়।