বিসিবির বোর্ড সভা সোমবার, যা থাকছে এজেন্ডায়
জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া বিসিবির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি)। দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সভা। লম্বা সময় পর হতে যাওয়া এই সভায় আলোচনায় আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু।
জানা গেছে, সোমবার দুপুরে বোর্ড পরিচালকরা বসবেন আলোচনায়। তাদের এই সভায় উপস্থাপনা করা হবে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর্যালোচনা রিপোর্ট। জাতীয় দলের বোলিং-ব্যাটিং কোচ নিয়োগ, শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ও জাতীয় নির্বাচক প্যানেলের বিষয়ে সিদ্ধান্ত। এছাড়াও চলতি বছর হতে যাওয়া নারী বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি এবং জাতীয় দলের নেতৃত্ব বিষয়েও আলোচনা হতে পারে।
এই বিষয়ে আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল ৪টায় শুরু হবে বোর্ড মিটিং। আমাদের মিটিংয়ে অর্থনৈতিক ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। এছাড়াও আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট জানানো হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট কিছু বিষয় অনুমোদনের জন্য বোর্ডে পেশ করা হবে।'
প্রায় ছয় মাস আগে সর্বশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল। এবারের সভা আরও একটি কারণে বিশেষ, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর এটিই হতে যাচ্ছে প্রথম বোর্ড সভা। এই সভায় কী সিদ্ধান্ত আসে, তা জানতে মুখিয়ে সবাই।