সমতায় শেষ বায়ার্ন-আর্সেনালের রোমাঞ্চকর ম্যাচ
রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষে জয় বঞ্চিত ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখও পেল না জয়ের দেখা। চার দলের দুই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের রাত ড্র দেখেই শেষ করল ফুটবল ভক্তরা।
তবে ম্যাচ জমেছে তুমুল। তাতে দুই ম্যাচেই দুর্দান্ত লড়াই দেখতে পেল ফুটবল প্রেমীরা। গতকাল মঙ্গলবার রাতে আর্সেনালের ঘরের মাঠে রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা ও লেয়ান্দ্রো ট্রোসার্ড। আর বায়ার্ন মিউনিখের হয়ে জালের দেখা পান সের্গে জিনাব্রি ও হ্যারি কেইন।
আগামী ১৭ এপ্রিল বায়ার্নের মাঠে হবে ফিরতি লেগ। সেই ম্যাচের জয়ী দল যাবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।
নিজেদের মাঠে এদিন শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ১২ তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন সাকা। কিন্তু এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট বাদেই সমতায় ফের বায়ার্ন। প্রতিপক্ষের রক্ষণের ভুলে দলকে সমতায় ফেরান জিনাব্রি।
এরপর ৩২ মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন কেইন। এরপর লড়াই চলে লম্বা সময়। একটা সময় মনে হয় শেষ হাসি হাসতে চলেছে বায়ার্নই। কিন্তু ৭৬ মিনিটে সেই স্বপ্ন ভেস্তে দেন লেয়ান্দ্রো। তাতে ৩-৩ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।