শান্তর কাছে ১০০ মিটার অনেক দীর্ঘ দৌড়
বেশ ভিন্ন কায়দায় এবারের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে শান্ত-শরিফুলদের প্রস্তুতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেদিন সকালে ক্রিকেটারদের দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়। ২০, ৪০ ও ১৬০০ মিটার স্প্রিন্টে অংশ নেন ক্রিকেটাররা।
মূলত খেলোয়াড়দের স্প্রিন্ট দেখে ফিটনেসের অবস্থা বুঝতে চেয়েছেন বাংলাদেশ দলের নতুন ট্রেনার ন্যাথান কিলি। সেই দৌড় যে এত কঠিন, সেটি জানতেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মনে হয়েছে, ১০০ মিটার দৌড়ের পথটা অনেক দীর্ঘ।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার (২১ এপ্রিল)। বিএসপিএর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন শান্ত। বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন দেশসেরা স্প্রিন্টার ইমরানুর রহমান। তাকে পাশে রেখেই মজাচ্ছলে শান্তকে জিজ্ঞেস করা হয়, দৌড়ানোর অনুভূতি কেমন?
শান্ত বলেন, ‘দৌড়ানোর অভিজ্ঞতা তো খুব খারাপ। আমি বুঝতে পারি না, কীভাবে এত দৌড়ায়! ১০০ মিটারই আমার কাছে মনে হচ্ছিল অনেক দীর্ঘ পথ। মনে হয়, শেষই হতে চায় না।’
আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা যে সিরিজটিকে দেখছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।