জিম্বাবুয়ে সিরিজ জেতাই প্রথম লক্ষ্য শান্তর
ঠিক এক মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে একই ফরম্যাটে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে সহজ ভেবে নিয়ে বাংলাদেশ দল এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। এটাই হয়তো ভাবছে দর্শকরা। কিন্তু তেমনটা নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিলেন—জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা জেতাই তাদের প্রথম লক্ষ্য।
আগামীকাল শুক্রবার (২ মে) মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি (বিশ্বকাপের প্রস্তুতি) তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করব, সেটা নয়। পরীক্ষা–নিরীক্ষার প্রয়োজন হবে না।’
অধিনায়ক আরও বলেছেন, ‘এ কারণে যে ১৫জন ক্রিকেটার এখানে আছে, সবার এই দলকে হারানোর সামর্থ্য আছে। প্রস্তুতি বলব না। আমি বলব সুন্দর প্রস্তুতি এবং কোন কোন জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি। বিশ্বকাপে বেশির ভাগ খেলোয়াড় এখান থেকে যাবে। যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, দুই-একজন এদিক–ওদিক হতে পারে। তবে বেশির ভাগই এখান থেকে যাবে। নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে, এভাবে বলা মুশকিল। আমি চাইব প্রতিটি জায়গায় যেন ফোকাস থাকে। প্রতিটা জায়গায় যেন আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।’