বিশ্বকাপ খেলা নিয়ে যে খবর দিলেন তাসকিন
সবকিছু ঠিকঠাকই ছিল। যথারীতি দলের সঙ্গে তাসকিন আহমেদও এসেছেন মিরপুর শেরেবাংলায়। কিন্তু ম্যাচের আগে জানা গেল, বাংলাদেশ একাদশে নেই তিনি। খবর নিলে মেলে দুঃসংবাদ। ফের চোটে পড়েছেন তারকা পেসার। যেই চোট এখন বিশ্বকাপ নিয়েও ভাবনায় ফেলে দিয়েছে গোটা বাংলাদেশকে।
আজ রোববার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে চোট পাওয়ায় মাঠে নামতে পারেননি তাসকিন। জানা যায়, চতুর্থ টি-টোয়েন্টিতে বোলিং করতে গিয়ে পাঁজরে টান লাগে তাসকিনের। সেই চোট আজও অনুভব করায় খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। মাঠ থেকেই তাকে পাঠানো হয় হাসপাতালে করানো হয় স্ক্যান। তবে, স্ক্যানের রিপোর্ট এখনো না মিললেও তাসকিন যে অস্বস্তিতে আছেন সেটা বোঝা যায় স্পষ্ট।
আজ ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা থেকে বের হবার সময় তাসকিন নিজেও জানালেন অনিশ্চয়তার কথা। বিশ্বকাপে খেলতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেছেন, 'এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রিপোর্টটা আসেনি। আসলে বলতে পারব।'
তাসকিনের অস্বস্তি মানে গোটা বাংলাদেশেরই অস্বস্তি। কেননা, বিশ্বকাপে বাংলাদেশ দলের মূল বোলার তিনি। ছন্দেও আছেন যথেষ্ট। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ খেলেই সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন ডানহাতি পেসার। চার ম্যাচে নিয়েছেন ৮ উইকেট, ইকোনোমিও ছিল দারুণ, ৪.৫৯।
সেই তাসকিন যদি বিশ্বকাপের আগে চোটে পড়েন তা হতাশার খবরই।