বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেল উগান্ডা
প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে পেয়েছিল চলতি আসরে সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জা। সেই হতাশা ভুলে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা। পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়ে তুলে নিল ঐতিহাসিক এক জয়। এটিই বিশ্বমঞ্চে দেশটির প্রথম জয়।
আজ বৃহস্পতিবার (৬ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.১ সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৭৭ রান তোলে পাপুয়া নিউগিনি। জবাবে ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে উগান্ডা। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৩ রান করেন রিয়াজত।
৭৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি উগান্ডার। তৃতীয় বলেই ওপেনার রজার মুকাসার উইকেট হারায় দলটি। তিন বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর দলীয় ৬ রানের মাথায় ফেরেন আরেক ব্যাটার রবিনসন। ২ বলে ১ রান আসে তার ব্যাট থেকে।
পরের ওভারেই ফেরেন আরেক ব্যাটার সিমন। সবমিলিয়ে মাত্র ৬ রানের মাথায় তিন উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে উগান্ডার। তবে, মিডল অর্ডারে রিয়াজত আলী শাহ এর ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। ৭ উইকেট হারালেও শেষমেশ ঠিকই জয় তুলে নেয় নবাগত দলটি।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাপুয়া নিউগিনির। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় দলটি। সাজঘরে ফেরেন অধিনায়ক আসাদ বালা। তার বিদায়ের চাপ কিছুটা সামাল দেয় দলটি। তবে, এবারও বড় জুটি হয়নি। দলীয় ১৭ রানের মাথায় হারায় দ্বিতীয় উইকেট। এবার সাজঘরে ফেরেন আরেক ব্যাটার সেসে বাউ। ৯ বলে ৫ রান আসে তার ব্যাট থেকে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ ৭৭ রানে থামে পাপুয়া নিউগিনি। বল হাতে দুটি করে উইকেট নেন রামজানি, কসমাস, মিয়াগি ও ফ্রাঙ্ক। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে হারের পর এবার উগান্ডার বিপক্ষেও লড়াই করে জিততে পারল না দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি।