বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ড পরিচালকদের নিয়ে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সভা। মিরপুরে বিসিবির কার্যালয়ে বিকেল ৩টায় শুরু হবে এই সভা। ধারণা করা হচ্ছে এই সভার মাধ্যমে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি।
গত ২ জুলাই সবশেষ বোর্ড পরিচালকদের সভায় যারা উপস্থিত হয়েছিলেন, তাদের ভেতর শেখ সোহেল, শফিউল আলম চৌধুরী নাদেল, ওবায়েদ নিজাম, ইসমাঈল হায়দার মল্লিক, আ জ ম নাসিরসহ অনেকেই ২১ আগস্টের জরুরি সভায় উপস্থিত হননি। এরকম আরও অনেকে অনুপস্থিত ও পদত্যাগ পত্র জমা দেননি।
নিয়ম অনুযায়ী, শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া কেউ যদি পরপর ৩টি সভায় অনুপস্থিত থাকেন তাহলে পরিচালকের পদ অবসান বা শূন্য হবে। ২১ আগস্টের জরুরি সভা ও আজকের সভায় অনুপস্থিত থাকারা পরবর্তী সভাতেও যদি অনুপস্থিত থাকেন তাহলে তাদের পরিচালক পদের অবসায়ন হবে।
সেই হিসেবে আজকের সভায় পরিচালক পদ হারাতে পারেন তানভীর আহমেদ টিটু, গাজী গোলাম মর্তুজা, মনজুর কাদের, নাজিব আহমেদ, এনায়েত হোসেন সিরাজের মতো পরিচালকরা। কারণ, তারা গত ২ জুলাই ১১তম ও ২১ আগস্ট ১২তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন না।
জানা গেছে আজকের সভায় স্থায়ী কমিটি ও শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে আলেচনা হবে। সাবেক বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপনের বোর্ডের আহ্বান করা দরপত্র গ্রহণের শেষ দিন আজ। আজকের সভায় বাতিল হয়ে যেতে পারে দরপত্র গ্রহণ প্রক্রিয়াই।
এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে থাকতে পারে স্ট্যান্ডিং কমিটির রদবদল। জালাল ইউনুস পদত্যাগ করার পর ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদ শূন্য পড়ে আছে। শোনা যাচ্ছে, এই দায়িত্ব পেতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত নতুন পরিচালক নাজমুল আবেদীন।
এছাড়াও মেয়েদের আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএল ও হাইপারফম্যান্স বিভাগের ক্যাম্প নিয়েও আলোচনা হতে পারে। তবে, সবচেয়ে বড় চমক হতে পারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত। তাকে বরখাস্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে আজকের সভায়।