চ্যাম্পিয়ন্স লিগ : অঘটনের রাতে মাদ্রিদ-বায়ার্নের হার
একই রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দেখল একাধিক অঘটন। ম্যাচ হেরেছে তিনটি বড় দল। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্নস লিগে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাদ্রিদ ১-০ গোলে হেরেছে লিলের কাছে। বায়ার্নও হারে একই ব্যবধানে, তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। তবে, অ্যাথলেটিকোকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বেনফিকা। ৪-০ গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটিকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ পর হারের মুখ দেখেছে রিয়াল। ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের যেন খুঁজেই পাওয়া যায়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে লিলের পক্ষে একমাত্র গোলটি করেন জোনাথন ডেভিড।
তিন বড় দল হারলেও জয় তুলে নিয়েছে জুভেন্টাস, লিভারপুল, আটালান্টা। লাইপজিগের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলের জয় পায় জুভেন্তাস। বোলোনিয়ার সঙ্গে ২-০ গোলের সহজ জয় তুলে নেয় লিভারপুল। শাখতার দোনেৎস্কের বিপক্ষে আটালান্টাও জিতেছে দাপট রেখে, ব্যবধান ৩-০ গোলের।
অন্যদিকে, প্রথম ম্যাচে বার্সেলোনাকে হারানো মোনাকো ২-২ গোলে ড্র করেছে ডায়নামো জাগরেবের সঙ্গে।