দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ পেলেন শান্তরা
ভারতের বিপক্ষে হতাশার টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে বিশাল হারে সিরিজ হারের শঙ্কা মাথায় নিয়েই দিল্লিতে আজ মাঠে নামছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে, এই ম্যাচের আগে দুঃসংবাদ পেলেন শান্তরা।
আজ বুধবার (৯ অক্টোবর) আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের প্রায় সব ক্রিকেটার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়েছেন তাওহিদ হৃদয়। বর্তমানে তার র্যাঙ্কিং ৩১ নম্বর। হৃদয়ের আগে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটার।
৫১৬ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের ৪২ নম্বরে আছেন ওপেনার লিটন দাস। দুইধাপ পিছিয়েছেন তিনি। অবশ্য উন্নতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। একধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৪৬তম অবস্থানে আছেন তিনি। একধাপ পিছিয়েছেন সদ্য অবসর ঘোষণা করা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯৯ রেটিং নিয়ে ৭৯ নম্বরে অবস্থান তার।
বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে ১৬ নম্বরে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। দুইধাপ পিছিয়ে ২৬ নম্বরে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন। তার বর্তমান রেটিং ৫৮১। সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে অবস্থান পেসার তাসকিন আহমেদের। তার রেটিং ৫৬৮।
টেস্ট র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকলেও টি-টোয়েন্টিতে পিছিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনধাপ পিছিয়ে ৩৮ নম্বরে অবস্থান তার। রেটিং ৫৩৩। বোলারদের র্যাঙ্কিংয়ে পেছালেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন রিশাদ। একধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে অবস্থান তার। অবসরের ঘোষণা দেওয়ায় র্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের নাম।