ভারতের দল ঘোষণা, শামির অপেক্ষা বেড়েই চলছে
প্রায় এক বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে নেই ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ধারণা করা হচ্ছিল, নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরবেন তিনি। কিন্তু সেটাও হলো না। শামিকে ছাড়াই কিউইদের বিপক্ষে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রল বোর্ড (বিসিসিআই)।
আগামী ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের জন্য আজ শনিবার (১২ অক্টোবর) ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই।
এই দলে চোট কাটিয়ে ফেরার গুঞ্জন থাকলেও নেই শামি। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাসে বহুল প্রতীক্ষিত সিরিজে শামিকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের স্কোয়াড থেকে কেবল একজনকে বাদ দিয়ে নতুন দল ঘোষণা করেছে ভারত। যথারীতি অধিনায়ক হিসেবে আছে রোহিত শর্মা। আর টেস্টের সহ-অধিনায়ক করা হয়েছে জাসপ্রিত বুমরাহকে।
আগামী ১৬ তারিখ বেঙ্গালুরুতে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি টেস্ট হবে ২৪ অক্টোবর ও ১ নভেম্বর। পরের দুটির একটি হবে পুনেতে, আরেকটি হবে মুম্বাইতে।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, রিশাভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।