পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, নেই ফখর
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের একদিন বাদেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেই তালিকায় জায়গা মেলেনি ফখর জামানের। ২০২৪-২৫ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ২৫জন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
আজ রোববার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। যেখানে দীর্ঘ ৮ বছর পর সুযোগ পাননি ফখর। সাম্প্রতিক সময়ে বোর্ডের সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছিল না। বাবর আজমকে বাদ দেওয়া ইস্যুতে পিসিবির সমালোচনাও করেছিলেন তিনি। পাকিস্তান ক্রিকেটকে অসম্মান করায় ফখরকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় পিসিবি থেকে। সবমিলিয়ে সম্পর্কের একটা অবনমন হয়েছিল। ফখর শুধু চুক্তি থেকেই বাদ পড়েননি বরং অস্ট্রেলিয়া সফরের দল থেকেই বাদ পড়েছেন।
নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতেই আছেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। অবনমন হয়েছে পেসার শাহিন শাহ আফ্রিদির। ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন পাকিস্তানের তারকা পেসার। একই ক্যাটাগরিতে আছেন নাসিম শাহ ও টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ।
এক নজরে দেখে নিন কেন্দ্রীয় চুক্তির তালিকা :
ক্যাটাগরি ‘এ’: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান।
ক্যাটাগরি ‘বি’: নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।
ক্যাটাগরি ‘সি’: আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাদাব খান।
ক্যাটাগরি ‘ডি’: আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান।