০, ১, ২, ৩—চার ওয়ানডেতে মাহমুদউল্লাহর রানের ছক্কা!
৪১তম ওভারে ঘটনা। আফগান বোলার নানগেয়ালিয়া খারোটের বল হাওয়ায় ভাসাতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন আজমাতউল্লাহ ওমারজাইয়ের হাতে। তাতে সমাপ্তি ঘটে মাহমুদউল্লাহ রিয়াদের ৩ রানের ইনিংস! যা খেলতে আবার তিনি খরচ করে ফেলেছেন ৯টি বল।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের চিত্র এটি। এবার প্রথম ওয়ানডের দিকে ফিরে তাকাই। সেই ম্যাচে রশিদ খানের গুগলির কাছে অসহায় আত্মসর্মপণ করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আফগান লেগ স্পিনারের সামনে যেন কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি। মাত্র ২ রানে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
তার আগের দুই ওয়ানডেতে মাহমুদউল্লার রান ০ ও ১। সবমিলিয়ে গত চার ওয়ানডেতে মাহমুদউল্লার রান যথাক্রমে ০, ১, ২,৩। মানে চার ম্যাচে তিনি ছক্কা হাঁকাতে না পারলেও মোট রানের হিসেবে ঠিকই ছয় মারলেন!
টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া মাহমুদউল্লাহ ওয়ানডে ক্যারিয়ারেরও শেষ প্রান্তে দাঁড়িয়ে। বয়সও ৩৯ ছুঁইছুঁই। পারফরম্যান্সও গড়পড়তা। একের পর এক ম্যাচে দলের বিপদে দায়িত্বহীন শট খেলে হতাশায় ডোবাচ্ছেন বাংলাদেশকেও। তবুও অভিজ্ঞতার দোহাই দিয়ে আর কতদিন বাংলাদেশ দলের জার্সিতে জায়গা ধরে রাখবেন ২৩৪টি ওয়ানডে খেলা মাহমুদউল্লাহ?