সামনে এলো আইপিএলের আগামী তিন আসরের সূচি
আসন্ন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এর আগে সামনে এসেছে ২০২৫ আইপিএলের সময়সূচি। শুধু তাই নয়, প্রকাশিত হয়েছে আগামী তিন আসরের সূচি। এমন খবরই আজ শুক্রবার (২২ নভেম্বর) প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
প্রকাশিত সূচিতে দেখা যায়, ২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। ২০২৬ আইপিএল শুরু হবে ১৫ মার্চ, শেষ ৩১ মে। ২০২৭ আইপিএল চলবে ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত। আপাতত কেবল শুরু ও শেষের তারিখ নির্ধারণ করে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। যদিও, ক্রিকইনফো বলছে এটিই চূড়ান্ত নয়।
সর্বশেষ তিন মৌসুমে আইপিএলে ম্যাচ হয়েছে ৭৪টি। ২০২৫ আইপিএলেও ৭৪টি ম্যাচ হবে। সম্প্রচারস্বত্ব বিক্রির সময় বলা হয়েছিল ভিন্ন কথা। সেই হিসেবে ২০২৫ ও ২০২৬ আইপিএলে ৮৪ ম্যাচ এবং ২০২৭ সালে ৯৪ ম্যাচ হওয়ার কথা। তবে, আগামী আসরে ৭৪ ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।
আইপিএল ২০২৫ মেগা নিলামের জন্য সারা বিশ্ব থেকে মোট এক হাজার ৫৭৪ জন খেলোয়াড় নাম দিয়েছিলেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৫৭৪ জনকে। ১০ দলই চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে খেলোয়াড় বাছাই করবে। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৬ জন বিদেশি খেলোয়াড় রয়েছে। বিদেশিদের তালিকায় আছেন ১২ জন বাংলাদেশি। যদিও, প্রথম দিনে তাদের নিলামে দেখা যাবে না।