কিংস্টন টেস্টের দ্বিতীয় দিনের লড়াইয়ে বাংলাদেশ
অ্যন্টিগায় প্রথম টেস্ট হেরে যাওয়াতে কিংস্টন টেস্ট বাংলাদেশের জন্য বাঁচামরার। হারলে সিরিজ শেষ। এমনকি ড্র করলেও বিজয়ী হিসেবে লেখা থাকবে ওয়েস্ট ইন্ডিজের নাম। বাংলাদেশের সামনে তাই জয়ের বিকল্প নেই। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার (৩০ নভেম্বর) থেকে শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। প্রথম দিন শেষে বাংলাদেশ তুলেছিল দুই উইকেটে ৬৯ রান।
দ্বিতীয় দিন আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে দিন শুরু করেছে বাংলাদেশ। কিংস্টনে প্রথম দিন শেষে অর্ধশতক তুলেছিলেন সাদমান। লক্ষ্য আজ ইনিংসটা বড় করা। প্রথম দিন বৃষ্টি হওয়ায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর। আজ তাই খানিকটা আগে শুরু হয়েছে ম্যাচ।
ভেজা আউটফিল্ডের কারণে মাঠ প্রস্তুত হতে সময় চলে যায় পাঁচ ঘণ্টা। দিনের দুই সেশনের খেলা পণ্ড হওয়ার পর তৃতীয় সেশনে গড়ায় ব্যাটে-বলের লড়াই। সেই লড়াইয়ের শুরুটা হতাশাজনক ছিল বাংলাদেশের। দলীয় ১০ রানে জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অতিথিরা। সেখান থেকে শেষ বিকেলে বাংলাদেশকে পথ দেখান সাদমান শাহাদাত হোসেনের সঙ্গে জুটি বেধে শেষ বিকেলে বাংলাদেশকে স্বস্তি উপহার দেন একাদশে ফেরা সাদমান।