ছয় উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
যে আশা নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ, সেটি পূর্ণ হয়নি। দিনের শুরুতে চার উইকেট হারিয়ে বরং বরাবরের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ আজ রোববার (১ ডিসেম্বর) বিরতিতে গিয়েছে ছয় উইকেট হারিয়ে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৫৮ ওভারে স্কোরবোর্ডে জমা করেছে ছয় উইকেটে ১২২ রান।
১৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন আট রানে অপরাজিত তাইজুল ইসলাম। বড় ইনিংসের সম্ভাবনা তৈরি করেও ১৩৭ বলে ৬৪ রানে বিদায় নেন সাদমান ইসলাম। জশুয়া ডি সিলভার ক্যাচ বানিয়ে তাকে ফেরান শামার জোসেফ। দলীয় ৯৮ রানে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট।
দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
টেস্টের প্রথম দিন শেষ বিকেলটা বেশ দারুণ কেটেছে বাংলাদেশের। দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলেন সাদমান-শাহাদাত জুটি। তবে, আজ রোববার (১ ডিসেম্বর) উইকেট ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। দলীয় ৮৩ রানে শামার জোসেফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শাহাদাত হোসেন দিপু। তার ব্যাট থেকে আসে ২২ রান। দিপুর বিদায়ে ভাঙে সাদমানের সঙ্গে তার ৭৩ রানের জুটি।
ক্রিজে নামা লিটন দাস ব্যর্থ হন এদিনও। মাত্র এক রান করে জেইডেন সিলসের বলে কাভেম হজের তালুবন্দি হন লিটন। ৮৮ রানে চার উইকেট হারিয়ে বিপদ বাড়ে বাংলাদেশের। সেটি আরও ঘনীভূত হয় জাকের আলী অনিকের বিদায়ে। এক রান করে তিনি শিকার হন জোসেফের, উইকেটের পেছনে ক্যাচ নেন জশুয়া দা সিলভা। ৯৫ রানে পতন ঘটে বাংলাদেশের পঞ্চম উইকেটের।
এর আগে জ্যামাইকা টেস্টের প্রথমদিন বাংলাদেশ শেষ করেছিল দুই উইকেটে ৬৯ রান নিয়ে।