মাহমুদউল্লাহ-জাকেরের ব্যাটে বাংলাদেশের আড়াইশ পার
প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ ছন্দে আছে বাংলাদেশের ক্রিকেটাররা। লিটন বাদে প্রায় সব ক্রিকেটারই দিয়েছেন আস্থার প্রতিদান। বিশেষ করে শেষদিকে জাকের-মাহমুদউল্লাহ জুটিতে ভর করে বড় স্কোরের স্বপ্ন পূরণ হয় বাংলাদেশের। ৪৪ বলে জাকের-মাহমুদউল্লাহর জুটি ফিফটির দেখা পায়। তাতে জাকেরের অবদান ৩২ রান, আর মাহমুদউল্লাহর ১৯। দুজনে মেরে খেলার চেষ্টা করছেন। তাতে বাংলাদেশ আড়াইশ রান পার করে ৪৪.৫ ওভারে।
আফিফের পর মিরাজের বিদায়
তানজিদ তামিমের বিদায়ের পর আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে দারুণ জুটি গড়েছিলেন মিরাজ। এই দুইজনের সাবলীল ব্যাটিংয়ে বড় স্কোরের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে, এই দুই ব্যাটার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। আফিফের পর উইকেট বিলিয়ে আসেন মিরাজ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০১ বলে সর্বোচ্চ ৭৪ রান। অবশ্য মিরাজ বিদায় নিলেও এরইমধ্যে দলীয় স্কোর দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের।
দেড়শ পেরিয়ে ছুটছে বাংলাদেশ, মিরাজের ফিফটি
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে অধিনায়ক মিরাজের শুরুটা ছিল বেশ নড়বড়ে। কিন্তু সময়ের সাথে দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে পথ দেখাচ্ছেন এই ক্রিকেটার। দুইবার জীবন পেয়ে তুলে নিয়েছেন পঞ্চাশ। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডেতেও ফিফটি হাঁকিয়েছিলেন মিরাজ। এবার চারে নেমে এক ছক্কা ও চারটি চারে ছুঁয়েছেন পঞ্চাশ। তার ফিফটিতে ভর করে দলীয় স্কোর দেড়শ পেরিয়ে ছুটছে বাংলাদেশ। ক্রিজে আছেন আরেক ব্যটার আফিফ হোসেন ধ্রুব।
ফিফটির পর তানজিদের বিদায়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সৌম্য-লিটনরা ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিতে না পারলেও ঠিকই আস্থার প্রতিদান দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। অবশ্য ক্যারিয়ারের তৃতীয় পঞ্চাশ ছুঁয়ে বেশিদূর যেতে পারলেন না তানজিদ হাসান। আলজারি জোসেফের বলে বাঁহাতি ওপেনার ধরা পড়লেন শর্ট থার্ড ম্যানে। তার বিদায়ে ভাঙে মিরাজের সঙ্গে ৯৭ বলে ৭৯ রানের জুটি। ৬০ বলে তিন ছক্কা ও ছয় চারে ৬০ রান করেন তানজিদ। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী আফিফ হোসেন।
তানজিদ-মিরাজের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
টেস্ট সিরিজ ড্র করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও মিরাজ-তানজিদ তামিমের ব্যাটে এগোচ্ছে সফরকারীরা। এরইমধ্যে দলীয় স্কোর একশ ছাড়িয়েছে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে তামিমের ফিফটি
শুরু থেকে দারুণ সব শটের পসরা সাজিয়ে বসা তানজিদ হাসান পেলেন ক্যারিয়ারের তৃতীয় পঞ্চাশের দেখা, ৪৫ বলে। রোস্টন চেইসের সঙ্গে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন তানজিদ। এই সময়ে তার ব্যাট থেকে আসে তিনটি ছক্কা ও পাঁচটি চার। সেই রানে দলের রান স্পর্শ করেছে তিন অঙ্কের সীমানা ১৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০১।
পাওয়ার প্লেতেই শেষ লিটন-সৌম্য
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের ওয়ানডে ম্যাচ বলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। এই সিরিজের পর বাংলাদেশের নেই কোনও ওয়ানডে। তাতে করে ওয়ানডের প্রস্তুতি বলতে আজ থেকে শুরু হওয়া এই সিরিজ। তিনটি ম্যাচই বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম ওয়ানডেতে দুই ওপেনার ভালো শুরু করলেও বড় জুটি গড়তে পারেননি। সৌম্যর পর এবার সাজঘরের পথ ধরলেন লিটন দাস। মাঝে অবশ্য জীবন পেয়েছিলেন। তবে, ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৪৬ রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে শাই হোপের হাতে ক্যাচ তুলে ফেরেন তিনি। ৭ বলে মাত্র ২ রান আসে তার ব্যাট থেকে।
ইতিবাচক শুরুর পর সাজঘরে সৌম্য
আজ রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তামিম-সৌম্য মিলে প্রথম পাঁচ ওভার দারুণ ব্যাটিং করেন। স্কোরবোর্ডে যুক্ত হয় প্রায় ৩৫ রান। এরপরই ছন্দপতন। আলজারি জোসেফের বলে তুলে মারতে গিয়ে শাই হোপের হাতে ধরা পড়েন সৌম্য। আউটের আগে করেন ১৮ বলে ১৯ রান।
একাদশে তিন পেসার, ফিরলেন আফিফ
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, সোম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক) আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
উইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও জেডেন সিলস।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নামছেন আফিফ হোসেন।