হারের কারণ নিয়ে যা বললেন মিরাজ
সেন্ট কিটসের রানের উইকেটে নিজেদের ২৯৪ রানের পুঁজিটা যথেষ্ট ছিল বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের প্রথম ওয়ানডেতে হারের জন্য তাই বোলিং বিভাগকেই দুষছেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটারদের প্রশংসা করে তিনি জানালেন, দিনটা বোলারদের ছিল না।
গতকাল ২৯৫ রানের লক্ষ্য দিয়েও ওয়েস্ট ইন্ডিজের সামনে উড়ে গেছে বাংলাদেশ। ক্যারিবীয়রা সেন্ট কিটসে রেকর্ড সর্বোচ্চ রানের অতীত পরিসংখ্যান ভেঙে কাল তুলে নেয় স্বস্তির জয়।
অন্যদিকে প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ চলে যায় ব্যাকফুটে অবস্থানে। সিরিজেও পিছিয়ে যায় ১-০ ব্যবধানে। ম্যাচের পর অধিনায়ক মিরাজ বলেছেন, ‘হ্যাঁ, আমরা (ব্যাটিং নিয়ে) সন্তুষ্টই ছিলাম। এই ধরনের উইকেটে জন্য ২৯৫ খুব ভালো স্কোর। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে, তারা অনেক ভালো খেলেছে। বিশেষ করে শাই হোপ ও রাদারফোর্ড, ভালো জুটি গড়েছে তারা। মাঝের সময়টায় আমরা উইকেট নিতে পারিনি। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল।’
যদিও রান তাড়ায় শুরুটা ওয়েস্ট ইন্ডিজকে ভালো করতে দেয়নি বাংলাদেশ। তাদের জোড়া উইকেট তুলে নিয়ে রানের গতিও রেখেছিল নিয়ন্ত্রণে। সেই অবস্থা থেকে হাতছাড়া হয় ম্যাচটি।
মিরাজ বলেন, ‘বোলিংয়ের শুরুটা খুব ভালো করেছিলাম আমরা, বিশেষ করে নাহিদ রানা, তাসকিন ও তানজিম ভালো বল করেছে। কিন্তু মাঝে ওভারগুলোয় আমরা উইকেট বের করতে পারিনি। তবে এই ধরনের উইকেটে এমন কিছু হতেই পারে। উইকেট খুব ভালো এবং অবশ্যই ওদেরকে কৃতিত্ব দিতেই হবে।’