একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই। প্রথম ওয়ানডে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থেমেছে বাংলাদেশের টানা ১১ ম্যাচ জয়ের রথ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি তাই বাংলাদেশের কাছে নিজেদের ফিরে পাওয়ার লড়াই। এমন ম্যাচে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাটিংয়ে সফরকারীরা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের দলের বাকিরা সবাই প্রথম ম্যাচে ছিলেন।
এই মাঠেই সিরিজের প্রুথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ হারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, ‘উইকেট গত ম্যাচের মতোই আছে। ব্যাটিংয়ের জন্য ভালো। বড় সংগ্রহ করতে পারলে আমাদের জন্য সহজ হবে। মাঝের ওভারগুলোতে আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী হতে হবে। দলে ভালো বোলার আছে। বড় সংগ্রহ এনে দিতে পারলে, তারা লড়াই করতে পারবে।’
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমদুউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা।