ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়ছেন মাহমুদউল্লাহ-তানজিম
রিশাদের বিদায়ে ১১৫ রানে সাত উইকেট হারায় বাংলাদেশ। এত কম রানে এত উইকেট হারিয়ে ফেলায় বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। তবে, পেসার তানজিম সাকিবকে নিয়ে চাপ সামলে মাঝারি সংগ্রহ গড়ার চেষ্টা করে যাচ্ছেন মাহমুদউল্লাহ। এই দুইজনের ব্যাটে এরইমধ্যে দলীয় সংগ্রহ ১৬০ ছাড়িয়েছে। দুজনের জুটিও পঞ্চাশ পেরিয়েছে।
আফিফের বিদায়, ১০০ পেরোল বাংলাদেশ
দলীয় ৬৪ রানের মাঝে চার ব্যাটারকে হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। তবে, পঞ্চম উইকেটে আফিফ-মাহমুদউল্লাহ মিলে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। ৩১ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। বড় সংগ্রহ পেতে জুটিটা আরও অনেক বড় করতে হতো বাংলাদেশকে। তবে, সেটি আর হয়নি। দলীয় ১০০ রানে মাথায় ২৯ বলে ২৪ রান করে ফেরেন আফিফ। তার বিদায়ে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।
আশা জাগিয়ে ফিরলেন তানজিদ, চাপে বাংলাদেশ
সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জুটি গড়তে পারেননি ওপেনাররা। মেহেদী মিরাজ গত ম্যাচে বড় স্কোর গড়লেও আজ তিনিও নামের প্রতি সুবিচার করতে পারেননি। অবশ্য মিরাজ না পারলেও ঠিকই ছন্দে ছিলেন তানজিদ তামিম। গ্রিভসের করা ১১তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দারুণ শটে দুটি চার মারার পর পঞ্চম বলে সেখানে দাঁড়ানো রোস্টন চেজকে ক্যাচ শিখিয়ে ফিরলেন এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে করলেন ৩৩ বলে ৪৬ রান। ৭ বলের মধ্যে ২ উইকেট হারাল বাংলাদেশ। ২০ বলের মধ্যে পড়েছে ৩ উইকেট। ৬৪ রানে নেই ৪ উইকেট। চাপে বাংলাদেশ। ছয়ে নেমেছেন মাহমুদউল্লাহ।
সৌম্যর বিদায়ে ফের ব্যর্থ ওপেনিং জুটি
বাংলাদেশের মাথাব্যথার অন্যতম কারণ ব্যাটিং। আর সেখানে সবচেয়ে বড় দুশ্চিন্তা ওপেনিং জুটি। ওপেনাররা যেন বড় জুটি গড়তে ভুলে যান। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) আরও একবার ব্যর্থ হলো শুরুর জুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট। পাঁচ বল খেলে মাত্র দুই রানে বিদায় নেন সৌম্য সরকার। জেইডেন সিলসের সাদামাটা এক বলে পুল করতে গিয়ে ধরা পড়েন গুড়াকেশ মতির হাতে। ২৬ রানে ঘটে প্রথম উইকেটের পতন।
একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের কাছে নিজেদের ফিরে পাওয়ার লড়াই। এমন ম্যাচে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের দলের বাকিরা সবাই প্রথম ম্যাচে ছিলেন।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমদুউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা।
দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য বাঁচা-মরার। হারলে সিরিজ হাতছাড়া হবে। এমন সমীকরণ নিয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।