চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
চোটের কারণে নাজমুল হোসেন শান্ত খেলতে পারবেন না, সেটি নিশ্চিত ছিল আগেই। অপেক্ষা ছিল আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কার হাতে ওঠে নেতৃত্ব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব মেহেদী হাসান মিরাজের কাছে থাকলেও টি-টোয়েন্টিতে সেটি বদল হচ্ছে।
লিটন দাসকে অধিনায়ক করে ক্ষুদ্র সংস্করণের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ব্যাটারের নেতৃত্বে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। দলে অন্যতম চমক রিপন মন্ডল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ এই পেসার।
দলে নেই তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের মতো তারকারা। অন্যদিকে, দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী ও নাসুম আহমেদ। চোট কাটিয়ে ফিরেছেন তানজিম সাকিব।
আগামী ১৬ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।