ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ হার, মিরাজ দুষলেন ব্যাটিংকে
‘মাত্র তো একটা ম্যাচ গেল। এখনো সুযোগ আছে। পরের ম্যাচ জিততে পারলে আমরা সিরিজও জিততে পারি—দ্বিতীয় ওয়ানডের আগে ঠিক এভাবেই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের সেই কথা রাখতে পারেননি ক্রিকেটাররা। হতশ্রী পারফরম্যান্সে হাতছাড়া হয়েছে সিরিজ। ঠিক কি কারণে সিরিজ হারল বাংলাদেশ, সেটাই জানালেন মিরাজ।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমরা মিডল ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো বড় পার্টনারশিপ তৈরি হয়নি, আর পরপর উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ এবং সাকিব ভালো খেলেছে, তবে ব্যাটিংয়ে আমাদের ভুলই ম্যাচ হারিয়েছে।
মিরাজ আরও যোগ করেন, ‘সিলস এবং তার সতীর্থরা দারুণ বোলিং করেছে। আমরা শুরুতেই ভালো রান পাইনি, ২০ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল, তবে তবুও আমরা বিশ্বাস করেছিলাম যে ম্যাচে ফিরতে পারবো। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০+ রান প্রয়োজন ছিল। প্রথম ১০ ওভারে আমরা বেশ ভালো বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে, কম রান নিয়ে বোলারদের পক্ষে ম্যাচ জেতানো কঠিন ছিল।’
উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডেতে একদমই লড়াই করতে পারেনি বাংলাদেশ। জেডেন সিলসের তোপে ব্যাটিংয়ে ১০ ওভারের মধ্যে তিন উইকেটের ধাক্কা সামাল দিয়ে বড় সংগ্রহ গড়তে পারল না সফরকারীরা। পরে ২২৭ রানের পুঁজি নিয়ে বিবর্ণ বোলিংয়ে ম্যাচ জমাতেই পারল না তারা। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ২২৮ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলল ৭৯ বল বাকি থাকতে।