মাসে ফেসবুক ওয়াচের দর্শক ১২৫ কোটি
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক মাসের সক্রিয় ব্যবহারকারী অন্তত ২৭০ কোটি। এ ব্যবহারকারীর প্রায় অর্ধেকই ব্যবহার করেন ফেসবুকের ভিডিও হাব ‘ফেসবুক ওয়াচ’।
সম্প্রতি ফেসবুক জানিয়েছে, মাসে ফেসবুক ওয়াচের দর্শক অন্তত ১২৫ কোটি। তবে করোনার এই সময়ে ফেসবুক ওয়াচের দর্শক-সংখ্যা কীভাবে পরিবর্তন হয়েছে, সে তথ্য জানায়নি ফেসবুক। টেকক্রাঞ্চ ডটকমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইউটিউবকে টেক্কা দিয়ে ভিডিওর বাজার ধরতে ফেসবুক ২০১৮ সালে ‘ফেসবুক ওয়াচ’ সেবা চালু করে। এরপর থেকে জনপ্রিয় হতে থাকে ফেসবুকের নতুন এই ফিচারটি। গেল বছরের জুনে ফেসবুক জানিয়েছিল, প্রতি মাসে সাত কোটি ২০ লাখ দর্শক কমপক্ষে এক মিনিটের ভিডিও দেখেছে।