এসএমএসে আইফোন ক্রাশ!
আইফোন ব্যবহারকারীরা সাবধান হয়ে যান। সম্প্রতি আইফোনে ছড়িয়েছে এক নতুন ভাইরাস, যেটি একটি বাগ টেক্সট মেসেজের আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
ইংরেজি এবং ইউনিকোডে আরবি হরফে লেখা রয়েছে টেক্সট মেসেজটিতে। এটি ওপেন করার কিছুক্ষণের মধ্যেই ক্র্যাশ করছে আইফোন। এর পর আর সেটি চালু হচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন ব্যবহারকারী।
বেশ কয়েকজন আইফোন ব্যবহারকারী এ ধরনের বিড়ম্বনার মধ্যে পড়েছেন। নতুন এই আইফোন বাগের ব্যাপারটি প্রথম জানায় সোশ্যাল মিডিয়াবিষয়ক সংবাদমাধ্যম রেডিট। এর পর অ্যাপলের নিউজ ব্লগ ‘ম্যাকরিউমার্স’—এও ব্যাপারটি জানিয়ে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে দেয়।
ব্যাপারটি নিশ্চিত করেছে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এর মুখপাত্র একটি ই-মেইলে বলেছেন, ‘একটি আইমেসেজ সম্পর্কে আমরা অবগত আছি। ইউনিকোডে আরবি হরফে লেখা মেসেজটি নিয়ে আমরা কাজ করছি। নতুন একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে দ্রুতই আমরা বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছি।