ইউটিউবের নতুন ভিডিও ‘এ টু জেড’
এ বছর ১০-এ পা দিয়েছে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সাইট ইউটিউব। গত এক দশকে নিজেদের অর্জন এবং কার্যক্রম নিয়ে ২ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবের পক্ষ থেকে।
২৯ মে ‘ইউটিউব স্পটলাইট’ অ্যাকাউন্ট থেকে ‘দ্য এ টু জেড অব ইউটিউব : সেলিব্রেটিং টেন ইয়ার্স’ শিরোনামের ভিডিওটি আপলোড করা হয়।
urgentPhoto
ভিডিওটির বর্ণনায় লেখা হয়েছে, ১০ বছর আগে মে মাসে ইউটিউবের বেটা ভার্সন চালু করা হয়েছিল। গত এক দশকে হাসির ঘটনা থেকে ব্যক্তিগত ভিডিও, রাজনৈতিক ভিডিও—সবকিছুই আপলোড করা হয়েছে ইউটিউবে।
গত এক দশকে ইউটিউবে জনপ্রিয় হওয়া ৭৫টি ভিডিও থেকে নেওয়া বিভিন্ন অংশ মিলিয়ে তৈরি করা হয়েছে এ টু জেড ভিডিওটি। #HappyBirthdayYouTube হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ভিডিওটির সঙ্গে।
এ টু জেড এই ভিডিওটিতে এ থেকে জেড পর্যন্ত প্রতিটি ইংরেজি অক্ষরের সঙ্গে মিল রেখে ভিডিও দেওয়া হয়েছে।
ভিডিওটি আপলোড করার পর ১৫ ঘণ্টায় বিশ্বের নানা প্রান্ত থেকে ২৫ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং সব সময়ই এ সংখ্যা বাড়ছে।
পে প্যালের চাকরি হারিয়ে ২০০৫ সালে তিন সহকর্মী শ্যাদ হার্লে, স্টিভেন চ্যান ও জাওয়াদ করিম মিলে শুরু করেছিলেন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব।