নিউজফিডে আবার পরিবর্তন আনল ফেসবুক
ফেসবুকের নিউজফিড সাজাতে নতুন আরেকটি নীতি যোগ হলো। এখন থেকে লাইক বা কমেন্টের পাশাপাশি কোন পোস্ট দেখতে কত সময় নিচ্ছে ব্যবহারকারী, সেটির ওপরও নির্ভর করে নিউজফিডে পোস্ট আসবে।
এ ব্যাপারে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, গত শুক্রবার সর্বপ্রথম ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ ব্যাপারে এক ব্লগপোস্টে ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনশা ইয়ু জানান, তারা আবিষ্কার করেছেন, ফেসবুক ব্যবহারকারীরা তাদের নিউজফিডের সব পোস্টের মধ্য থেকেও বিশেষ কিছু পোস্ট একটু বেশি সময় নিয়ে লক্ষ করে।
তাই ফেসবুক এখন থেকে চেষ্টা করবে সেই ধরনের কিংবা সেগুলোর সঙ্গে মিল আছে, এমন পোস্ট ব্যবহারকারীর নিউজফিডে পৌঁছে দিতে।
ফেসবুক কর্তৃপক্ষ যাত্রার পর থেকেই নিজেদের সাইটে অনেক পরিবর্তন এনেছে। তারা সব সময়ই চেষ্টা করে এসেছে তাদের কোনো কিছুই যেন ব্যবহারকারীদের কাছে একঘেয়ে না হয়ে ওঠে কখনো। এ রকম পরিবর্তন আনতে সব সময়ই তারা প্রাধান্য দিয়েছে ব্যবহারকারীদের রুচি, পছন্দ-অপছন্দ কিংবা জনপ্রিয়তা।
নিউজফিডকে আরো আকর্ষণীয় করে তুলতে সর্বশেষ এই নতুন ‘নীতি’ যোগ করল তারা। এর আগে এপ্রিল মাসেও নিউজফিডের এলগোরিদমে পরিবর্তন আনা হয়েছিল। ব্যবহারকারীদের নিউজফিডে পেজের পোস্টের থেকে বন্ধুদের পোস্ট যেন বেশি প্রাধান্য পায়, তা নিশ্চিত করাই ছিল সে পরিবর্তনের মূল লক্ষ্য।