ফেসবুকে এনটিভি ভেরিফাইড
ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেডের (এনটিভি) অফিশিয়াল ফেসবুক পেজ এনটিভি (facebook.com/ntvdigital) ভেরিফাইড হয়েছে। বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, পেজটি খোলার মাত্র চার মাসেই এনটিভিকে দিয়েছে এই স্বীকৃতি। স্বল্প সময়ে এই ভেরিফাইড পাতায় অনুসারী হয়েছেন তিন লাখের বেশি মানুষ।urgentPhoto
বাংলাদেশের অন্যতম সেরা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির পথচলার এক যুগ পূর্ণ হয়েছে। তবে এনটিভি অনলাইনের যাত্রা শুরু হয় এ বছরের ফেব্রুয়ারি মাসে। ফেসবুক ১৬ জুন এনটিভির এই পেজকে দিয়েছে ‘ভেরিফাইড পেজের’ স্বীকৃতি।
ফেসবুক বিভিন্ন অঙ্গনের তারকা থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্ব, ব্র্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান, চলচ্চিত্র-অনুষ্ঠান ইত্যাদি জনপ্রিয় পেজকে স্বীকৃতি দিয়ে থাকে। পেজের পাশে দেখা যায়, টিক চিহ্নসংবলিত নীল রঙের বিশেষ ব্যাজ। এ থেকে বোঝা যায়, পেজটির প্রকৃত স্বত্বাধিকারীর মাধ্যমেই এটি পরিচালিত হচ্ছে। নিশ্চিত হওয়া যায় যে, পেজটি ভুয়া বা নকল নয়।
এনটিভির ভেরিফাইড এই মূল পেজ ছাড়াও বিভিন্ন মানুষের রুচি-পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে খোলা হয়েছে আরো ছয়টি পেজ, যার মাধ্যমে পাঠক সহজেই খুঁজে নিতে পারবেন নিজের পছন্দের বিষয়ের খবরগুলো।
এনটিভি ইংলিশ (facebook.com/ntvenglish)
২০০৩ সালে যাত্রা শুরুর পর দীর্ঘ ১২ বছর সুনামের সঙ্গে পরিচালিত হয়েছে এনটিভি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এ বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে এনটিভির অনলাইন পোর্টাল ntvbd.com। ভিন্ন আঙ্গিকের এই পোর্টালটি শুধু বাংলায় নয়, পরিচালিত হচ্ছে ইংরেজি ভাষাতেও। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্যসহ দেশ-বিদেশের খবর তাৎক্ষণিকভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন এনটিভি অনলাইনের ইংরেজি সংস্করণের কর্মীরা।
এনটিভি ভিডিও (facebook.com/ntvvideo)
ব্যস্ততা বা অন্য যেকোনো কারণে অনেকেই হয়তো টেলিভিশনে দেখে উঠতে পারেন না সংবাদ বা পছন্দের কোনো অনুষ্ঠান। পরে সেই অনুষ্ঠান দর্শক দেখে নিতে পারেন এনটিভির ভিডিও অংশে প্রবেশ করে। এনটিভিতে প্রচারিত খবর, নাটক, টেলিফিল্মসহ বিভিন্ন অনুষ্ঠান নিজের পছন্দনীয় সময়ে পুনরায় দেখতে অনুসরণ করতে পারেন এনটিভি ভিডিওর ফেসবুক পেজ।
এনটিভি ফটো (facebook.com/ntvphoto)
এনটিভি অনলাইনের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় অংশ ‘এনটিভি ফটো’। তারকা-অভিনেতা-অভিনেত্রী-মডেল, দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, খেলাধুলা ইত্যাদি ছবি খুব অল্প সময়ের মধ্যেই প্রশংসা কুড়িয়েছে অনলাইন পাঠকের। বাংলাদেশের অন্য যেকোনো ওয়েব পোর্টালের চেয়ে এনটিভির ছবি অংশটি যে সমৃদ্ধ, তা নির্দ্বিধায় বলা যায়। নতুন নতুন ছবি দেখতে এই পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন।
এনটিভি লাইফস্টাইল (facebook.com/ntvlifestyle)
রাজনীতি-খেলাধুলা ইত্যাদি খবরের বাইরে জীবনযাপন, ফ্যাশন, রান্নাবান্না, তথ্যপ্রযুক্তি বিষয়ক নানা খবর ও পরামর্শ বিশেষভাবে পেতে চান অনলাইন পাঠক। সেই চাহিদার কথা মাথায় রেখে এনটিভির পক্ষ থেকে ফেসবুকে খোলা হয়েছে এনটিভি লাইফস্টাইল নামে একটি আলাদা পেজ। উন্নত জীবনধারা, শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য প্রয়োজনীয় নানা তথ্য জানতে লাইক দিতে পারেন এই পেজে।
এনটিভি এন্টারটেইনমেন্ট (facebook.com/ntventertainment)
চলতি সময়ে পাঠকের একটি বড় আগ্রহের জায়গা বিনোদনসংশ্লিষ্ট নানা খবর। পছন্দের তারকা, অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পীদের খবর জানতে উদগ্রীব হয়ে থাকেন অনেকে। সেসব খবর যথার্থভাবে উপস্থাপন করার লক্ষ্যে কাজ করে চলেছে এনটিভি অনলাইন। হলিউড, বলিউড, ঢালিউডের নতুন সিনেমা, ট্রেলারসহ খবরের পেছনের নানা খবর সুন্দরভাবে পরিবেশনই এনটিভির বিনোদন বিভাগের প্রধান লক্ষ্য। ফেসবুকে এনটিভি এন্টারটেইনমেন্ট পাতায় লাইক দিয়ে থাকতে পারেন বিনোদন জগতের সর্বশেষ সব খবরের সঙ্গে।
এনটিভি স্পোর্টস (facebook.com/ntvsportsnews)
খেলাধুলা নিয়ে যে মানুষ কতটা আগ্রহী, তা নতুন করে বলার কিছু নেই। সেই আগ্রহ মেটানোর তাগিদ থেকেই দেশ-বিদেশের খেলাধুলার নানা খবর, ইতিহাস পর্যালোচনা, পরিসংখ্যান-নির্ভর প্রতিবেদন দিয়ে সাজানো হয়েছে এনটিভির খেলাধুলা পাতা। খেলার ফল, লাইভ স্কোর, জনচাহিদাসম্পন্ন খেলাগুলোর প্রিভিউ-রিভিউ সম্পর্কে সঙ্গে সঙ্গেই অবহিত হতে পারেন এই পেজ পছন্দ করে।
আছে কিছু ভুয়া পেজও
২০০৩ সাল থেকে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করে চললেও এনটিভি অনলাইনের যাত্রা শুরু হয়েছে এ বছরের ফেব্রুয়ারি থেকে। এরই মধ্যে এনটিভি কর্তৃপক্ষের অগোচরে ফেসবুকে এনটিভির নামে খোলা হয়েছে অসংখ্য ভুয়া পেজ। যেগুলো থেকে আপত্তিকর অনেক পোস্টও দেওয়া হয়েছে, যার সঙ্গে এনটিভি কর্তৃপক্ষের কোনোই সংশ্লিষ্টতা নেই। পাঠক যেন প্রতারণার শিকার না হন, তাই এসব ভুয়া পেজের পোস্ট সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ রইল। এনটিভির সঙ্গে থাকার জন্য অনুসরণ করতে পারেন ফেসবুক ভেরিফাইড পেজ ও উপরোক্ত বিষয়ভিত্তিক পেজগুলো।