দীর্ঘস্থায়ী ব্যাটারির গ্যালাক্সি নোট ৫ অ্যাকটিভ
স্যামসাং গ্যালাক্সি সিরিজ মানেই অভিজাত কিছু। স্যামসাং গ্যালাক্সি নোট ৫ অ্যাকটিভ মডেলটি তার ব্যতিক্রম নয়। গুজব শোনা যাচ্ছে, আগামী নভেম্বরে বাজারে আসতে পারে এই ফ্যাবলেট। স্মার্টফোন ও ট্যাবলেট দুইয়ের সমন্বয় থাকায় নোট সিরিজকে বলা হয় ফ্যাবলেট।
বাজারে আসার আগে স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোন নিয়ে থাকে নানা আলোচনা। এসব আলোচনা স্যামসাং-ভক্তদের কেনার আগ্রহকে বাড়িয়ে তোলে। সে রকমই একটি খবর পাওয়া গেছে গ্যালাক্সি নোট ৫ অ্যাকটিভের ব্যাপারে।
কিউএইচডি ডিসপ্লের এই ফ্যাবলেটের চার্জ দীর্ঘ সময় ধরে রাখার জন্য এতে যোগ করা হয়েছে ৪১০০ এমএএইচের ব্যাটারি। বাজারে এখন গ্যালাক্সি নোটের যেসব মডেল রয়েছে, তার ব্যাটারি সর্বোচ্চ তিন হাজার এমএএইচ। এ ক্ষেত্রে চার্জিংয়ের দিক থেকে আর সব ফ্যাবলেটের থেকে অনেক এগিয়ে থাকবে নোট ৫ অ্যাকটিভ।
এ ছাড়া নোট ৫ অ্যাকটিভ সম্পূর্ণভাবে ডাস্ট প্রুফ। কিছু কিছু ক্ষেত্রে পানির হাত থেকেও এটি সুরক্ষিত থাকবে। তবে পুরোপুরি ওয়াটার প্রুফ নয় এটি।
স্মার্টফোনবিষয়ক ওয়েবসাইট ফোন এরিনা বলছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাজারে ছাড়া হবে নোট ৫। তবে গ্যালাক্সি এস ৬-এর মতো এটিও প্রথমে শুধু এটিঅ্যান্ডটি আউটলেটে পাওয়া যাবে।
গ্যালাক্সি নোট ৫ অ্যাকটিভের ডিজাইন অনেকটা গ্যালাক্সি এস ৬ অ্যাকটিভের মতোই হতে পারে বলে জানিয়েছে ফোর্বস।