৩ জিবি র্যামের ‘ওপ্পো আর ৫ এস’
ওপ্পো আর ৫ স্মার্টফোনটি জনপ্রিয়তা পেয়েছে এর স্লিম ডিজাইনের জন্য। বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনের খেতাব পাওয়া আর ৫-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার আরো একধাপ এগিয়ে ওপ্পো নিয়ে এসেছে আর ৫ এস মডেলটি। ৪.৮৫ মিলিমিটার পাতলা এই স্মার্টফোনটিতে যোগ করা হয়েছে শক্তিশালী ৩ জিবি র্যাম। এ খবর জানিয়েছে এনডিটিভি।
ওপ্পোর ইউরোপীয় ওয়েবসাইটে আর ৫ এস মডেলের দাম দেখানো হয়েছে ১৯৯ ইউরো, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৮ হাজার টাকা। আগামীকাল ২৫ আগস্ট ইউরোপের বাজারে ছাড়া হবে সেটটি।
ওপ্পো আর ৫ মডেলে ছিল ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর ৫ এস মডেলের ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি। ৫.২ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল) স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৪২৩ পিপিআই।
৬৪-বিট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ (এমএসএম৮৯৩৯) প্রসেসরে (২.১ গিগাহার্জ কোয়াড কোর+১.৫ গিগাহার্জ কোয়াড কোর) চলবে ফোনটি। সঙ্গে রয়েছে আদ্রেনো ৪০৫।
১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স ২১৪ সেন্সর। এফ/২.০ অ্যাপার্চার এবং এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
সেটটির অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট। সিঙ্গেল মাইক্রো সিমের এই সেটে রয়েছে দুই হাজার এমএএইচের ব্যাটারি। আর ৫ মডেলের মতো আর ৫ এস মডেলেও এক্সর্টানাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না।
সেটটিতে রয়েছে ভিওওসি চার্জিং টেকনোলজি যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ০ থেকে ৭৫ শতাংশ চার্জ হবে স্মার্টফোনটি।
ক্যাপশন
ওপ্পো আর ৫ এস। ছবি : ওপ্পো