আইফোন ৬ প্লাসের ক্যামেরায় ত্রুটি, সারিয়ে দেবে অ্যাপল
অ্যাপলের আইফোন ৬ প্লাস মডেলের কিছু কিছু হ্যান্ডসেটের ক্যামেরায় ত্রুটি ধরা পড়েছে। ফলে এসব ক্যামেরা দিয়ে তোলা সব ছবি ব্লার বা অস্পষ্ট আসছে। এ সমস্যার কথা স্বীকার করে নিয়েছে অ্যাপল এবং বিনামূল্যে ক্যামেরার এই ত্রুটি সারিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার জানিয়েছে এ খবর।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আইফোন ব্যবহারকারীদের অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে হ্যান্ডসেটের সিরিয়াল নম্বরটি দিতে হবে। যদি অ্যাপলের তালিকায় থাকা ত্রুটিপূর্ণ সেটগুলোর তালিকায় আপনার সেটের সিরিয়াল নম্বর থাকে তাহলে যেকোনো অ্যাপল স্টোর থেকে ফোনের ক্যামেরার সমস্যাটি বিনামূল্যে সারিয়ে নেওয়া যাবে।
অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খুব অল্পসংখ্যক হ্যান্ডসেটে এই সমস্যা দেখা দিয়েছে এবং আমরা সেসব সেটের সিরিয়াল নম্বরগুলো চিহ্নিত করেছি। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারির মধ্যে এসব সেট বিক্রি করা হয়েছিল।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘যদি কারো আইফোন ৬ প্লাসের ক্যামেরা ব্লার ছবি তোলে এবং সেটা যদি আমাদের ত্রুটিপূর্ণ সেটের সিরিয়াল নম্বরভুক্ত সেট হয়- তাহলে আমরা সেটা বিনামূল্যে ঠিক করে দেব।’